সম্প্রতি চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার আকস্মিকতায় সবাই বিস্মিত হলেও অল্টারনেট প্ল্যান নিয়ে এসেছেন জেন-জি নেটিজেনরা। চলুন জেনে আসি গায়েব হয়ে যাওয়ার জন্য আর কী কী রাখা যেতে পারে ইসলামী ব্যাংকের লকারে…
এনজাইটি ও ডিপ্রেশন: মানুষের জীবনে দুশ্চিন্তা এবং হতাশার শেষ নেই। এনজাইটির প্রথম টার্গেট আমাদের বাবা-মায়েরা হলেও ডিপ্রেশনের প্রথম টার্গেট আমরা। বয়স হওয়ার সাথে সাথে এটি ঝাঁপিয়ে পড়ে সকলের ওপর। সময় সুযোগ মতো যদি সব এনজাইটি এবং ডিপ্রেশন একত্র করে ইসলামী ব্যাংকের লকারে রাখতে পারেন, কল্পনা করতে পারেন কত সুন্দর একটি পৃথিবী অপেক্ষা করছে আপনার জন্য?
ইনফিরিওরিটি কমপ্লেক্স: জীবনের কোনো না কোনো জায়গায় গিয়ে ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভোগেন শতকরা শতভাগ মানুষ। এর প্রভাব পড়ে ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত। ইসলামী ব্যাংকের লকারে এনজাইটি কিংবা ডিপ্রেশনের মতো বাক্সবন্দী করে রাখা যায় ইনফিরিওরিটি কমপ্লেক্সকেও।
প্রাক্তন প্রেমিক প্রেমিকার স্মৃতি: অবিশ্বস্ত এক সূত্র মতে, ৭৭% মানুষ এক জীবনে তাদের এক্সের কথা ভুলতে পারে না, তা যত ভালো কিংবা খারাপ স্মৃতিই হোক না কেন। শুধু তাই নয়, ৪০% মানুষ তার প্রাক্তনের কথা ভেবে আঁতকে ওঠেন রাতে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ইসলামি ব্যাংকের লকারে রাখতে পারেন আপনার এক্সদের মেমোরিও। শুধু তাই নয়, পাস্ট ট্রমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
ভয় এবং রাগ: ভয় এবং রাগ মানুষের জীবনের অত্যন্ত পরিচিত দুই অনুভূতি। অনেকেই অল্পতে রেগে যান কিংবা ভয় পান। রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরবর্তীতে খাল কেটে কুমির আনার মতো হয়।
এসব ক্ষেত্রে রাগ এবং ভয়কে আপনি লকারে ভরে গায়েব করে দেওয়ার আশা করতেই পারেন!
ক্রাশ: ক্রাশ খাওয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। তবে ঘন ঘন এবং গভীর ক্রাশ থেকে বাঁচতে ইসলামী ব্যাংক হতে পারে আপনার সেভিওর। ক্রাশের নাম, ঠিকানা, ছবি এবং তার প্রতি আপনার অনুভূতি লিখে জমা দিয়েন আসুন ইসলামী ব্যাংকে। দেখবেন সেখান থেকে রাতারাতি গায়েব হয়ে গিয়েছে আপনার ঝামেলা।