Search
Close this search box.

সঙবাদ

সম্প্রতি ইদকে সামনে রেখে একটি বিজ্ঞাপন তৈরি করেছে কোকাকোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটি নিয়ে চারদিকে চলছে নানান আলোচনা-সমালোচনা। এই আলোচনা-সমালোচনার মাঝেই কোককে ধন্যবাদ দিলো বাংলাদেশের বাজারে কোকের অন্যতম কম্পিটিটর মোজো। জানা গেছে, মোজোর ইদের ক্যাম্পেইনের খরচ বাঁচিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা স্বরুপ কোকের মার্কেটিং টিমকে এই ধন্যবাদ দেয় তারা।

মোজো মার্কেটিং টিমের এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, কোককে ধন্যবাদ। কোকের মত এমন কম্পিটিটর থাকলে আর কারও বন্ধুর দরকার হয় না। তারাই সব করে দেয়। এই যে দেখেন, আমাদের পুরা ইদ ক্যাম্পেইনের খরচ বেঁচে গেছে। কোকই সেটা করে দিয়েছে। এমন কম্পিটিটর আপনি আর কোথায় গেলে পাবেন!

কৃতজ্ঞতা স্বরূপ কোকের সাথে ইদের প্রফিট শেয়ার করবেন বলেও জানান এই কর্মকর্তা। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, আমরা ইদে যা লাভ করবো, তা থেকে কিছু অংশ কোককে দিবো বলে ভাবছি। পাশাপাশি আমাদের পক্ষ হয়ে এমন একটি অসাধারণ বিজ্ঞাপন করে দেয়ার জন্য কোকের ব্র্যান্ডিং টিমকেও আমরা কিছু টাকা-পয়সা দিতে চাই।

এদিকে এই বিজ্ঞাপন প্রকাশের পর কোকের সেলস টিমের লোকজনের মাথায় আকাশ ভেঙে পড়েছে। ইদে সেলস টার্গেট মিলাতে পারবেন নাকি পারবেন তা নিয়ে ব্যাপক চিন্তায় আছেন তারা। এমনই একজন নিজের ফেক আইডি থেকে বলেন, ভাই, ভাবছিলাম এই ইদে কোক বিক্রি করে উড়ায়ে ফেলব। টার্গেটও সেট করছিলাম অনেক। এই বিজ্ঞাপন দেখার পর মুখ থেকে একটা কথাই বের হয়েছে, ওস্তাদ, গোয়া মারা সারা। এখন আমি এই সেলস টার্গেট নিয়ে কোথায় যাব।